[english_date] খালেদার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা
Mountain View

খালেদার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

0

নিউজবিডি৭১ডটকম
ঢাকাঃ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

১৫ই মে সারা দেশে ও জেলায় এবং ১৬ই মে ঢাকা মহানগরে বিক্ষোভ করবে দলটি।

শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে গত মঙ্গলবার স্থায়ী কমিটির বৈঠকে যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে সে সম্পর্কে তিনি অবহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী এবং যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নিউজবিডি৭১/এম আর/১৩ মে ২০১৬

Share.

Comments are closed.