[english_date] সরকার হন্যে হয়ে আইএস খুঁজছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Mountain View

সরকার হন্যে হয়ে আইএস খুঁজছে: স্বরাষ্ট্রমন্ত্রী

0

নিউজবিডি৭১ডটকম
ঢাকাঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে আইএস আছে কি না তা খুঁজে বের করতে সরকার ব্যাপক চেষ্টা চালাচ্ছে।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিশিষ্ট শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচলা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এক কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারা আইএস, কোথায় আইএস তা আমরা হন্যে হয়ে খুঁজছি। কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে বলা হয় এটি আইএস ঘটিয়েছে। কিন্তু সরকারের নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো হন্যে হয়ে আইএস খুঁজছে।

স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির প্রসঙ্গে সংবাদিকদের এক প্রশ্নর উত্তরে মন্ত্রী বলেন, নিজামীর ফাঁসি আইন অনুযায়ী হবে।

নিউজবিডি৭১/টি আই/ ৬ মে ২০১৬

Share.

Leave A Reply