[english_date] নতুন বিশ্ব সুন্দরী হলেন ভেনেসা পন্সে দে লিওন
Mountain View

নতুন বিশ্ব সুন্দরী হলেন ভেনেসা পন্সে দে লিওন

0

ডেস্ক রিপোর্ট
নিউজবিডি৭১ডটকম
ঢাকা : অবশেষে পাওয়া গেল ২০১৮ সালের সুন্দরীকে। সবাইকে তাক লাগিয়ে বিশ্ব সুন্দরীর মুকুট উঠলো মেক্সিকান সুন্দরীর মাথায়। ২০১৮ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায খেতাব জিতলেন মেক্সিকোর মেয়ে ভেনেসা পন্সে দে লিওন।

শনিবার (৮ ডিসেম্বর) চিনের সায়না সিটিতে অনুষ্ঠিত আসরের ফাইনাল মঞ্চে নাম ঘোষিত বিশ্ব সুন্দরীর। বিশ্বের ১১৮টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড-২০১৮’র মুকুট জিতে নিলেন ২৬ বছর বয়সী ভেনেসা পন্সে।

১৯৯২ সালের ৭ মার্চ মেক্সিকোতে জন্মগ্রহণ করে ভেনেসা পন্সে দে লিওন। ছোটবেলা থেকেই তিনি শোবিজের সঙ্গে জড়িত। নিজের দেশে নানা রকম সুন্দরী ও মডেল প্রতিযোগতায় নির্বাচিত হয়েছেন তিনি।

৫ ফুট ৭ ইঞ্চি দীর্ঘ এই সুন্দরীর চোখ কালো আর চুল বাদামি রঙ্গের।

ফাইনাল অনুষ্ঠিত হয় সেরা ত্রিশজন বিজয়ীকে নিয়ে। এই তালিকায় ছিলেন বাংলাদেশের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশীও। তিনি সেরা ১২ বাছাইয়ে বাদ পড়েন।

২০১৭ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় খেতাব জিতেছিলেন ভারতের মানুষি চিল্লার। নতুন সুন্দরীর মাথায় বিজয়ীর মুকুট তুলে দেন মানসী।

নিউজবিডি৭১/আ/ডিসেম্বর ৯ , ২০১৮

Share.

Comments are closed.