[english_date] আলোচনায় আসতেই খোলামেলা পুনম
Mountain View

আলোচনায় আসতেই খোলামেলা পুনম

0

নিউজবিডি৭১ডটকম

বিনোদন ডেস্ক: বলিউডের বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে। আবারও উল্টা-পাল্টা কাজ করে খবরের শিরোনামে তিনি। এবার ক্যামেরার সামনে নিজের আবেদনময়ী শরীর প্রদর্শন করে আলোচনায় এলেন ২৭ বছরের এই অভিনেত্রী।

জি-নিউজ জানায়, সম্প্রতি এক সকালে অভিনেত্রীর বেডরুম সংলগ্ন ছোট্ট বারান্দায় আবেদনময়ী প্যান্ট পড়ে শরীরে ঝড় তুলেন পুনম। আর পুনমের এহেন মুডে দেখে তো একেবারে কাত নেটিজেনরা ৷

এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেই বিপাকে পড়েছেন তিনি৷ এসময় নেটিজেনরা নানারকম মন্তব্য করে জানতে চাইছেন, আসলে কী চান পুনম ৷ তবে এই ভিডিওই শেষ নয়, এর আগেও কখনও ড্রয়িং রুম, কখনও বাথরুমের ভিডিও শেয়ার করেছেন পুনম পাণ্ডে!

২০১১ সালে ভারত বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা ঘরে তুললে নিজের কাপড় খোলার কথা বলে ওই সময়ে হইচই ফেলে দিয়েছিলেন পুনম। টেন্ডুলকার-ধোনিরা বিশ্বকাপ জিতলেও নিজের ওই অবস্থান থেকে সরে আসেন পুনম।

এরপর নিজের কিছু ভিডিও ইউটিউবে আপলোড করেন। ‘নেশা’ ছবিতে খোলামেলা অভিনয়ের জন্য আলোচনায় আসেন এই অভিনেত্রী।

নিউজবিডি৭১/বিসিপি/ ৪ ডিসেম্বর, ২০১৮

Share.

Comments are closed.