[english_date] ২২ কোটি টাকার সাপের বিষ উদ্ধার
Mountain View

২২ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

0

নিউজবিডি৭১ডটকম
ঢাকা : বাংলাদেশ থেকে ভারতে পাচার হয়ে যাওয়ার পর প্রায় ২২ কোটি টাকার সাপের বিষ উদ্ধার করেছে দেশটির ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও সিআইডির যৌথ তদন্তকারীদল। পাচারের সাথে জড়িত তিন জনকে আটক করা হয়েছে।

সিআইডি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজারের খবরে বলা হয়েছে, বাংলাদেশ থেকে ২৪ পরগণার উদ্দেশে সাপের বিষ পাচার হয়ে সীমান্ত অতিক্রম করেছে, এমন খবর পায় সিআইডি। ২৪ পরগণায় ওই বিষ হাতবদল হওয়ার কথা ছিল।

এই তথ্যের ভিত্তিতে যৌথ তদন্তকারী দলটি বারাসতের ময়না এলাকায় হানা দেয়। এ সময় তিন ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন গাইঘাটার অমিয় দাস, হরিণঘাটার দীপক রায় এবং অরুপ বিশ্বাস।

আটককৃতদের কাছ থেকে দুটি কাচের পাত্রে সাপের বিষ উদ্ধার করা হয়েছে। দুই পাত্রে যে বিষ রয়েছে তার আনুমানিক মূল্য প্রায় ২২ কোটি টাকা।

নিউজবিডি৭১/এম/নভেম্বর ২২, ২০১৮

Share.

Comments are closed.