[english_date] দিওয়ালির দিনে একি করলেন দিশা?
Mountain View

দিওয়ালির দিনে একি করলেন দিশা?

0

ডেস্ক রিপোর্ট 
নিউজবিডি৭১ডটকম 

দীপাবলি বা দিওয়ালি উদযাপনে যখন সবাই মাতোয়ারা, তখন এ থেকে কেনই বা বাদ পড়বেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। কিন্তু এরকম ধর্মীয় উৎসবের দিনে নতুন পোষাক পরে তা ইনস্টাগ্রামে ছবি পোস্ট করবেন না তা কি করে হয়? আর এমন দিনে উদ্ভট পোষাক পরা ছবি পোস্ট করেই বিপাকে পড়েছেন ‘বাঘি-২’ খ্যাত এই তারকা।

হিন্দুস্তান টাইমস জানায়, দিশার ব্যবহৃত ইনস্টাগ্রামে যে ছবি দিয়ে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা।

সেখানে গিয়ে দেখা যায়, দিশা একটি স্পোর্টস ব্রা-এর সঙ্গে লেহেঙ্গা পরে আছেন; হাতে একটি প্রদীপ নিয়ে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন। এরপর থেকেই এ অভিনেত্রীকে খোঁচা দেওয়া শুরু করেন তার ভক্তরা।

তারা লিখেছেন, তিনি কী পাগল হয়ে গেলেন? এরকম অদ্ভুত পোশাক পরার আগে একজনের অন্তত ঐতিহ্য ও সংস্কৃতির সম্মানের বিষয়টি মাথায় রাখা উচিত।

এই ছবিই বিপাকে ফেলেছে দিশাকে

তারা আরও লিখেছেন, ‘আমাদের ভারতীয় ঐতিহ্যকে অসম্মান করবেন না। আপনি যা পরতে চান পরুন। কিন্তু ভারতীয় ঐতিহ্যকে সম্মান করুন। দেওয়ালি আনন্দের উৎসব। আপনার কোম্পানির বিজ্ঞাপন করার উৎসব নয়।’

আর এই অভিনেত্রী এমনিতেই তো এরকম পোষাক পড়ে তার ইনস্টাগ্রামে এ ছবি পোস্ট করেন নি। দিশা একটি নামী অন্তর্বাস কোম্পানির স্পোর্টস ব্রা পরে এই ছবিটি তুলেছিলেন বলে জানা গেছে।

পরে অবশ্য সামলোচকদের হাত থেকে রেহায় পেতে তার ইনস্টাগ্রাম পোস্টের কমেন্টস সেকশন বন্ধ করতে বাধ্য হোন তিনি।

নিউজবিডি৭১/বিসি/নভেম্বর ০৬, ২০১৮

Share.

Comments are closed.