[english_date] খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ
Mountain View

খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

0

নিউজবিডি৭১ডটকম
ঢাকা : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার ছয় স্বজন সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার বিকেল ৪টা ২ মিনিটে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে খালেদা জিয়াকে দেখতে যান স্বজনেরা। এর আগে সাড়ে ৩টার দিকে খালেদা জিয়ার স্বজনেরা কারা ফটকে যান। এরপর কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন ডেপুটি জেলার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খালেদা জিয়ার স্বজনেরা সাক্ষাৎ করে চলে গেছেন। নিয়মিত সাক্ষাতের অংশ হিসেবে তারা সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতকারীদের মধ্যে ছিলেন- খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম, ভাই শামীম এস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক এস্কান্দার, ভাগিনা ডা. মো. মামুন ও তারেক জিয়ার স্ত্রী জোবায়দা রহমানের বড়বোন শাহীনা জামান।

খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুস সাত্তার জানান, চেয়ারপারসনের সঙ্গে স্বজনদের সাক্ষাতের বিষয়টি আমি জানি। তবে কারা কারা সাক্ষাৎ করেছেন সে বিষয়ে জানাতে পারছি না।

নিউজবিডি৭১/আ/অক্টোবর ০২, ২০১৮

Share.

Comments are closed.