[english_date] ১৩ বছর আগের ভবিষ্যদ্বাণীই সত্যি হলো!
Mountain View

১৩ বছর আগের ভবিষ্যদ্বাণীই সত্যি হলো!

0

ডেস্ক রিপোর্ট
নিউজবিডি৭১ডটকম
ঢাকা : অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের ৩৬ বছর বয়সী সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে সদ্য আংটি বদলও সেরেছেন। কয়েক মাসের মধ্যে তারা বিয়ে করছেন বলেও শোনা যাচ্ছে। কিন্তু জেনে অবাক হবেন, প্রিয়াঙ্কা যে এই সময়ে এসে বিয়ে করবেন সেটা জানা গিয়েছে ১৩ বছর আগেই!

২০০৫ সালে বলিউড পাড়ার জনপ্রিয় জোত্যিষী সঞ্জয় বি জুমানি জানিয়েছিলেন এ তথ্য। ফিল্মফেয়ারের এক সাক্ষাৎকারে তিনি ববিষ্যদ্বাণী করে বলেছিলেন, ‘৩৬ বছর বয়সে বিয়ে করবেন প্রিয়াঙ্কা।’

১৩ বছর পর এসে সঞ্জয়ের সেই ভবিষ্যদ্বাণী মিলে গেল। সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার বিয়ের ব্যাখ্যাও দিয়ে সঞ্জয়। তিনি জানিয়েছিলেন ৯ সংখ্যাটি প্রিয়াঙ্কার জন্য শুভ। তার প্রভাবেই নায়িকার নাকি এখন সুসময় চলছে।

এদিকে সালমানের ছবি ‘ভারত’য়ে অভিনয় করছেন না প্রিয়াঙ্কা। তবে সোনালি বসুর ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’যের কাজ ইতোমধ্যেই শুরু করেছেন। ছবিটির কাজ শেষ হলেই নিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন বলে ধারণা করছে সবাই।

নিউজবিডি৭১/এম কে/২৫ আগস্ট, ২০১৮

Share.

Comments are closed.