[english_date] ‘জাহান্নামেও জায়গা হবে না শাহরুখ কন্যার’
Mountain View

‘জাহান্নামেও জায়গা হবে না শাহরুখ কন্যার’

0

ডেস্ক রিপোর্ট
নিউজবিডি৭১ডটকম
ঢাকা : বলিউড স্টার শাহরুখ খান ও পরিবার এখন ইতালিতে ছুটি কাটাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি দিয়ে ভক্তদের আপডেট রাখছেন তারা। সম্প্রতি শাহরুখের মেয়ের একটি ছবি এসেছে যেখানে তাকে একটি বিকিনিতে দেখা গেছে।

আর শাহরুখ কন্যা ১৮ বছর বয়সী সুহানার ওই ছবি নিয়েই তৈরি হয়েছে আলোচনা-সমালোচনার। বিকিনি পরা ওই ছবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য এসেছে- ভুলে যেও না তুমি একজন মুসলমান, ইসলামে এভাবে শরীর দেখানোর অনুমতি নেই, জাহান্নামেও জায়গা হবে না তোমার।

এমন মন্তব্যের জবাবে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে পাল্টা প্রশ্ন করা হয়েছে- এই ‘ফতোয়া ব্রিগেড’ কী চায়? সুইমিং পুলে একজন কী পরবেন? শাড়ি, শেরওয়ানি, সালওয়ার কামিজ, বোরকা?

সুহানার বিকিনি পরা ছবি দেখে কেউ আবার মন্তব্য করে বসেছেন, সুহানা নাকি তার বাবার মান-সম্মান ডোবাচ্ছেন। কেউ আবার সুহানাকে জ্ঞান দিয়েছেন, পশ্চিসা সংস্কৃতির অনুকরণ বন্ধ করো।

নিউজবিডি৭১/আ/জুলাই ১২ ,২০১৮

Share.

Comments are closed.