[english_date] কোনো পারিশ্রমিক ছাড়াই আর্জেন্টিনার কোচ হতে চান ম্যারডোনা!
Mountain View

কোনো পারিশ্রমিক ছাড়াই আর্জেন্টিনার কোচ হতে চান ম্যারডোনা!

0

ডেস্ক রিপোর্ট
নিউজবিডি৭১ডটকম
ঢাকা : ফ্রান্সের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপের শেষ ১৬ থেকেই বিদায় নিয়েছে আর্জেন্টিনা। মেসিদের এমন হতাশাজনক পারফরম্যান্সে দলটির কোচ হোর্হে সাম্পাওলির ভবিষ্যৎ এক রকম অনিশ্চিত। নতুন খবর হলো, আবার আর্জেন্টিনার কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারডোনা। শুধু তাই নয়, এর জন্য কোনো পারিশ্রমিকও নিতে চান না তিনি।

সম্প্রতি ভেনেজুয়েলার এক টেলিভিশনকে সাক্ষাৎকারে ম্যারাডোনা এই আগ্রহের কথা জানিয়েছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘আর্জেন্টিনা হারলে আমি সব সময়ই দুঃখ পাই। দলের এমন বাজে পারফরম্যান্স সত্যিই আশা করিনি আমরা কেউ-ই। যে উচ্চাশা আমরা দেখিয়েছিলাম এবার, সব এক নিমিষেই শেষ হয়ে গেছে। এটা আমাদের জন্য খুবই হতাশার।’

তাই আবার দেশটির জাতীয় দলের কোচ হতে আগ্রহ প্রকাশ করে এই কিংবদন্তি ফুটবলার বলেন, ‘আর্জেন্টিনা ফুটবল দলের কোচের দায়িত্বটা আমি আবার নিতে চাই। এই দায়িত্ব আমি হাসিমুখে ও বিনা পারিশ্রমিকে করতে চাই।’

দলের বর্তমান কোচ সাম্পাওলির সমালোচনা করে ম্যারাডোনা আরো বলেন, ‘আর্জেন্টিনার কোচ হিসেবে তিনি মোটেও যোগ্য নন, তা ছাড়া তাঁর স্ট্র্যাটেজিতে বেশ ঘাটতি রয়েছে। যেটা ভালোভাবে ফুটে উঠেছে রাশিয়া বিশ্বকাপে।’

এর আগে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টিনা দলের কোচের দায়িত্ব সামলেছেন ম্যারাডোনা। সেবার খুব একটা সাফল্য পাননি ১৯৮৬ বিশ্বকাপের অধিনায়ক। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় তাঁর দলকে। আবার তাঁকে কোচের দায়িত্ব দেওয়া হবে কি না, সেটাই এখন দেখার।

নিউজবিডি৭১/আ/জুলাই ৫ ,২০১৮

Share.

Comments are closed.