[english_date] এভ্রিলকে নাচ শিখতে বললেন শাকিব
Mountain View

এভ্রিলকে নাচ শিখতে বললেন শাকিব

0

নিউজবিডি৭১ডটকম
ঢাকা : মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া জান্নাতুল নাঈম এভ্রিল অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন। বিতর্কিত হয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’হতে না পারলেও মিডিয়ায় নিজেকে মেলে ধরছেন এভ্রিল।

একাধিক নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করার পর খবর বের হয় এবার সিনেমায়ও অভিষেক হচ্ছে এভ্রিলের। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগীতার এ রানার্সআপও বলেছিলেন, ভালো সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলে কাজ করবেন।

এরই মধ্যে গুঞ্জন উঠল, প্রথম ছবিতেই এভ্রিল তার বিপরীতে পাচ্ছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে! একসঙ্গে কাজ নিয়ে দু’পক্ষের মিটিংও হয়েছে গেল ২৯ জুন। বিষয়টি পুরোপুরি খোলাসা না করলেও শাকিব খানের সঙ্গে যে আলোচনা হয়েছে সেটি স্বীকার করে নেন এভ্রিল।

এ মডেল ও অভিনেত্রী বলেন, এর আগে কয়েকবার শাকিব ভাইয়াকে দেখেছি। একসঙ্গে বসে কথা হয়নি। ওইদিন প্রথম মিটিং করলাম। কাজের জন্যই গিয়েছিলাম। আমাদের অফিসিয়াল আলোচনা সাকসেসফুল হয়েছে। বিস্তারিত ১৫ জুলাইয়ের পরে জানাবো। এর আগে কিছু নয়। শোনা যাচ্ছে, শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমায় কাজ করবেন? এ প্রশ্নের জবাবে এভ্রিল বলেন, নাহ, এটা আরেকটা প্রজেক্ট।

এসময় শাকিবকে নিয়ে এভ্রিল বলেন, শাকিব ভাইয়া আমাদের সুপারস্টার। তিনি সত্যিই ‘কিং খান’। উনি না ধরে রাখলে আমাদের ইন্ডাস্ট্রি অনেক আগেই ভেসে যেত। উনি যেভাবে ইন্ডাস্ট্রি আগলে রেখেছেন, এভাবেই রাখুক। যারা নতুন আসছেন তাকে যেন সবাই রেসপেক্ট করেন। তাকে দেখে আমাদের শেখা উচিত। সবশেষে এভ্রিল বলেন, সবার শুভকামনা চাই। ১৫ জুলাইয়ের পর ইনশাল্লাহ ভালো খবর জানাবো।

শাকিবের সঙ্গে আলোচনা নিয়ে এভ্রিল বলেন, সিনেমা নিয়ে আলাপের মাঝে শাকিব ভাইয়া আমাকে কিছু পরামর্শ দিয়েছেন। আমাকে বলেছেন, ভালো নাচ শিখতে। বলিউডের ঐশ্বরিয়ার মতো নাচতে বলেছেন। তাকে ফলো করতে বলেছেন।

ক্লাসিক্যাল ড্যান্স শিখতে বলেছেন। ভালো করে ফাইট এবং অভিনয় শিখতে বলেছেন। এও বলেছেন, বর্তমান সময় টিকে থাকলে গেলে অভিনয় শিখে আসা ছাড়া মিডিয়াতে কাউকে নামা উচিত নয়।

নিউজবিডি৭১/আর/ ০৪ জুলাই, ২০১৮

Share.

Comments are closed.