[english_date] র‍্যাব-জলদস্যু গোলাগুলিতে নিহত ৩
Mountain View

র‍্যাব-জলদস্যু গোলাগুলিতে নিহত ৩

0

নিউজবিডি৭১ডটকম
বরগুনা : বরগুনার পাথরঘাটায় র‍্যাবের-সঙ্গে জলদস্যুর গোলাগুলিতে তিন জলদস্যু নিহত।

র‍্যাব জানায় আজ সকালে বলেশ্বর নদ-সংলগ্ন পাথরঘাটার মাঝের চরে এই গোলাগুলি হয়।

র‍্যাবের ভাষ্য, মাঝের চরে জলদস্যু মুন্না বাহিনীর সঙ্গে র‍্যাবের গোলাগুলি হয়। এতে মুন্না বাহিনীর প্রধানসহ তিনজন নিহত হয়েছে।

নিউজবিডি৭১/আর/ ২৪ জানুয়ারি ২০১৮

Share.

Comments are closed.