নিউজবিডি৭১ডটকম
নীলফামারী করেসপন্ডেন্ট : নীলফামারীর কিশোরীগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমরিয়া গ্রামে শনিবার বিকেলে পুকুরে গোসল করতে গিয়ে চাচাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা দুজনই উপজেলার বাজেডুমরিয়া দুই নম্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী ছিলেন।
নিহত শিশু ২জন একই গ্রামের খেরু মাহামুদের মেয়ে লাভলী (৬) ও তার ভাই আব্দুল কাইয়ুমের মেয়ে কুহলী (৬) ।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, শনিবার (৯ই সেক্টেম্বর) বিকালে দুইজনে স্কুলের পাশের পুকুরে গোসল করতে নামলে ডুবে যায়।দীর্ঘক্ষন পর স্থানীয়রা তাদের লাশ ভাসতে দেখে ওই দুই শিশুকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
কিশোরীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, একই পরিবারের দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিউজবিডি৭১/এম/১০ সেপ্টেম্বর , ২০১৭