[english_date] সেঞ্চুরিতে সাকিবের জবাব, অভিষেকেই সৈকতের ফিফটি
Mountain View

সেঞ্চুরিতে সাকিবের জবাব, অভিষেকেই সৈকতের ফিফটি

0

নিউজবিডি৭১ডটকম
স্পোর্টস করেসপন্ডেন্টঃ সাকিব হয়তো শুনেছিলেন যে, গতকাল বাংলাদেশের ব্যাটিং কোচ সামারাবিরার মুখে তার এলোমেলো ব্যাটিং নিয়ে সমালোচনা। আর তার এমন ধরনের ব্যাটিং নিয়ে গতকাল সংবাদমাধ্যমে আলোচনায় ছিলেন। তবে সেই সমালোচনার বিষয়টি ছিল গতকালের। আজকের যে দৃশ্য দেখা গেলো, তা সেখানে সাকিবের ভূয়সী প্রশংসা না করে পারবেন না সামারাবিরা।

দলকে বিপর্যয়ের মুখ থেকে টেনে বের করে টেস্ট ক্যারিয়ারে নিজের আরেকটি সেঞ্চুরি তুলে নিলেন সাকিব। আর এই নিয়ে তার টেস্টে সেঞ্চুরি হল পাঁচটি। ১৪৫ বলে ১০৬ রানের ইনিংসে ৯টি চারের মার রয়েছে। নিঃসন্দেহে তিনি বাংলাদেশ দলের সেরা খেলোয়াড়।

ব্যাট এবং বল হাতে তিনি বাংলাদেশ দলের সেরা পারফরমার। তার কাছ থেকে সবাই দায়িত্বশীল ব্যাটিংই প্রত্যাশা করেন। বিশেষ করে, দলের বিপর্যয়ের মুহূর্তে তিনি ধরে খেলবেন, দলকে অনেকদুর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এমনটা আশা করেন সবাই। আর সবার এমন আশার আরেকটি ফল দেখালেন সাকিব আল হাসান।

বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৪১১ রান। সাকিব ১০৬ রানে  ও মোসাদ্দেক হোসেন সৈকত ৫২ রানে অপরাজিত থেকে ব্যাট করছেন। বাংলাদেশ ইতিমধ্যে ৭৩ রানের লিড পেয়েছে।

নিউজবিডি৭১/আর/মার্চ ১৭, ২০১৭

Share.

Comments are closed.